ডেঙ্গুতে মৃত্যু একজনের, হাসপাতালে নতুন ভর্তি ১০৮ রোগী

চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১০৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ সময় ১১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৬৭ জন ও ঢাকার বাইরে ৪১ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৬১ হাজার ৬২৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৮০৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৮০ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৩১ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২৪৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭২ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬৮ জন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় ১০৪ জন।

চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ২৭১ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি—১১৩ জন মারা যান গত নভেম্বরে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৪ জন। তবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্টোবরে। ওই মাসে ২১ হাজার ৯৩২ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান ৮৬ জন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.