চমেক হাসপাতাল থেকে গ্রেপ্তার তিন দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল । ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে মঙ্গলবার দালালির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন, পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার সোহেল রানা (২৪), বাদুরতলা এলাকার মো. ইমন (২৪) ও আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ইমতিয়াজ আহমেদ(২১)। পুলিশ বলছে, তাঁরা হাসপাতালের পূর্ব ফটক এলাকার বিভিন্ন ওষুধের দোকান ও রোগ নির্ণয় কেন্দ্রে দালাল হিসেবে কাজ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজন সকালে হাসপাতালের ষষ্ঠতলায় প্রসূতি বিভাগের সামনে রোগীর স্বজনদের প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করেছিলেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীদের সহায়তায় তাঁদের আটক করেন। পরে এক মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশেক বলেন, তিনজনই ওষুধের দোকানে রোগ নির্ণয় কেন্দ্রের হয়ে কাজ করেন। তাঁরা রোগীর স্বজনদের তাঁদের কাছ থেকে ওষুধ কিনতে এবং তাঁদের নির্ধারিত রোগ নির্ণয় কেন্দ্রে পরীক্ষা করাতে বাধ্য করেন।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে দালাল চক্র।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.