জয়পুরহাটে জামায়াত-শিবিরের মিছিল থেকে আটক এক ডজন নেতা-কর্মী

জয়পুরহাট জেলার মানচিত্র

জয়পুরহাট সদর উপজেলায় জামায়াতে ইসলামি ও দলটির ছাত্রসংগঠন ছাত্রশিবিরের মিছিল থেকে ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সকালে উপজেলার হিচমি-পুরানাপৈল বাইপাস সড়কের সগুনা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি ছিল। জয়পুরহাট জেলা জামায়াত কেন্দ্রীয় কর্মসূচির পালনের জন্য শহরের বাইরে হিচমি-পুরানাপৈল বাইপাস সড়কের সগুনা মোড়ে স্থান নির্ধারণ করে। সময়টা বেছে নেওয়া হয় সকাল সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে। ফজরের নামাজের পর থেকে দলীয় নেতা-কর্মীরা একে-একে সগুনা মোড়ে জড়ো হন।

গোয়েন্দা পুলিশের সদস্যরা আগেই ওই এলাকায় অবস্থান নিয়েছিল। সকাল সাতটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে গোয়েন্দা পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ১২ জনকে আটক করে। একপর্যায়ে গোয়েন্দা পুলিশ ছয়টি গুলি ছুড়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।  

গোয়েন্দা পুলিশের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সারা রাত দায়িত্বপালন শেষে সাধারণত ভোরের দিকে বিশ্রামে যান। এই সুযোগ কাজে লাগাতে চেয়েছিল জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ তৎপর থাকায় তারা সেটি পারেনি।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম বলেন, সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে নাশকতার চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ সেখানে গেলে ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি ব্যানার, দশটি ককটেল ও লাঠিসোঁটা জব্দ করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.