ভোটকেন্দ্র নয়, ভোট কক্ষে সাংবাদিকরা ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না: ইসি

নির্বাচন কমিশন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবস্থান করা নিয়ে জারি পরিপত্র সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সংশোধিত পরিপত্র অনুযায়ী, ভোটকেন্দ্র নয়, ভোট কক্ষে ১০ মিনিটের বেশি সময় থাকতে পারবেন না সাংবাদিকেরা। আজ শনিবার সংশোধিত এই পরিপত্র জারি করা হয়।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়ে ১৮ ডিসেম্বর পরিপত্র জারি করেছিল ইসি। পরিপত্রে বলা হয়, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকেরা। তবে দ্বিতীয় নির্দেশনায় উল্লেখ করা ছিল, ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না।

পরিপত্রটি নিয়ে গতকাল শুক্রবার গণমাধ্যমে খবর প্রকাশিত হলে এ নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচনার মুখে আজ ইসি সচিবালয় আগের নির্দেশনায় সংশোধনী আনে। সংশোধনীতে বলা হয়, একসঙ্গে একাধিক গণমাধ্যমের সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করতে পারবেন না।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, আগের পরিপত্রে টাইপিং মিসটেক (ছাপার ভুল) ছিল। ভোটকেন্দ্র নয়, ভোট কক্ষে সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না। তবে তাঁরা ভোটকেন্দ্রে অবস্থান করতে পারবেন।

২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.