বড়দিনে কোনো হুমকি নেই, জানালেন আইজিপি

রমনার কাকরাইলে সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল গির্জায় বড়দিনের সার্বিক নিরাপত্তা সম্পর্কে সাংবাদিকের সঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ।ছবি: সংগৃহীত

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে আইনশৃঙ্খলাসংক্রান্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পাশাপাশি বড়দিনে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব।

আইজিপি বলেন, বড়দিনের উৎসব এরই মধ্যে শুরু হয়েছে। সারা দেশের প্রতিটি ভেন্যুতে সাদাপোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল গির্জা পরিদর্শনে গিয়ে এসব কথা জানিয়েছেন আইজিপি। আজ রোববার বড়দিনের উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘খ্রিষ্টধর্মাবলম্বী ভাইবোনদের উদ্দেশে বলতে চাই আপনারা উৎসবমুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন। মুসলিম ও হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের মতোই উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টধর্মাবলম্বী ভাইবোনদের অনুষ্ঠান পালিত হয়।’

বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‍্যাব

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত, চার্চসমূহে সার্বিক নিরাপত্তার জন্য র‍্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল প্যাট্রল, ভেহিক্যাল স্ক্যানার, চেকপোস্ট, সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। অনলাইনে মিথ্যা অপপ্রচার ও গুজব ঠেকাতে র‍্যাবের সাইবার মনিটরিং টিমের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.