র‍্যাকের নেতৃত্বে ফয়েজ-মাহবুব

সভাপতি আহম্মদ ফয়েজ ও সম্পাদক জেমসন মাহবুব । ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘বিটে’ কর্মরত সংবাদকর্মীদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) কার্যনির্বাহী কমিটির (২০২৩) নির্বাচনে আহম্মদ ফয়েজ সভাপতি এবং জেমসন মাহবুব সাধারণ সম্পাদক হয়েছেন। ফয়েজ ইংরেজি দৈনিক নিউ এজ ও মাহবুব একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত।

ফয়েজ সরাসরি ভোটে আর মাহবুব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম (দৈনিক ব্যাংক বীমা) ও রফিক উজ্জামান (দৈনিক নবরাজ)। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের একটিতে সাফি উদ্দিন আহেমদ (এশিয়ান টিভি) অন্যটিতে হাসিব বিন শহিদ (কালের কণ্ঠ) ও মাহবুব সৈকত (মাই টিভি) সমান ভোট পেয়ে যুগ্মভাবে বিজয়ী হন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোলাইমান সালমান (দ্য বিজনেস পোস্ট), কোষাধ্যক্ষ তাসলিমুল আলম (নিউজ টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক সৈয়দ ঋয়াদ (বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম) প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকা রহমান (আরটিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মারুফ কিবরিয়া (আজকের পত্রিকা), কল্যাণ সম্পাদক বশির হোসেন খান (আমার বার্তা), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আলী তালুকদার (নিউজ টোয়েন্টিফোর)।

কার্যনির্বাহী সদস্য পদে সাইফ বাবলু (সংবাদ), মোর্শেদ নোমান (দৈনিক বাংলা), রিশাদ হুদা (ইনডিপেনডেন্ট টেলিভিশন), তাবারুল হক (আমাদের সময়), সফিক শাহীন (এনটিভি), রাশিম মোল্লা (মানবজমিন) ও তরিকুল ইসলাম (আজকালের খবর) নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় র‍্যাকের বার্ষিক সাধারণ সভার পর ভোটাভুটি হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও আক্তার হোসেন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী নির্বাচন পরিচালনা করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.