সবাই জানে কারা সফল: খন্দকার মোশাররফ

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে ভয় পায় আওয়ামী লীগ সরকার। রাজধানীতে বিএনপির গণসমাবেশের সময় ঢাকা ও ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশিচৌকি বসিয়ে লোকজনকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। এখন সবাই জানে কারা সফল হয়েছে, আর কারা ব্যর্থ হয়েছে। এ সরকার ব্যর্থ, চাপাবাজিতে কাজ হবে না।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের গ্রেপ্তার সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ঢাকায় গণসমাবেশ থেকে বিএনপি যে ১০ দফা দাবি দিয়েছে, সেসব দাবি সংগঠনের নয়। বিভিন্ন বিভাগীয় শহরে বিএনপির সমাবেশগুলোতে জনগণ তাদের যে আকাঙ্ক্ষা, আশা ও ইচ্ছা প্রকাশ করেছে, সেসবই এই ১০ দফায় তুলে ধরা হয়েছে। দাবি পূরণে প্রাথমিক কাজ শুরু হয়েছে।

খন্দকার মোশাররফ বলেন, ‘পঞ্চগড়ে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের সম্মেলনের জন্য আমাদের গণমিছিল কর্মসূচি পিছিয়েছি। আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। আওয়ামী লীগের সম্মানে তারিখ পেছানো হয়েছিল। আর এখন তারা বলছে, আমাদের কর্মসূচি ঠেকাতে রাস্তায় থাকবে তারা।’

সরকার গায়ের জোরে টিকে আছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় নিত্যপণ্যের দাম বেড়েছে। অর্থনীতি আজ নাজুক। এ পরিস্থিতি থেকে সরকার কোনোভাবে দেশকে উদ্ধার করতে পারবে না। দেশে আইনের শাসন নেই। মানুষ বিচার পায় না। ১০ দফার মূল দাবি, এ সরকারকে হঠাতে হবে।

খন্দকার মোশাররফ বলেন, ‘জনগণ যেভাবে রাস্তায় নামছে, তা উল্লেখ করার মতো। সরকার যেভাবে প্রশাসনকে ব্যবহার করছে, তা আগেও দেখা গেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আর এ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে বারবার। তারাই বাকশাল প্রতিষ্ঠা করেছিল, জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, এরশাদ আবার গণতন্ত্র হত্যা করে স্বৈরাচার প্রতিষ্ঠা করেন। খালেদা জিয়া এসে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেন, যা শেখ হাসিনা দিনের ভোট রাতে করে হত্যা করেছে।’

এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি ও এনপিপির নেতারা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.