১৫টি সংগঠন নিয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোট’ গঠিত

রোববার সমমনা গণতান্ত্রিক জোটের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ । ছবি: সংগৃহীত

বিএনপিপন্থী ১৫টি সংগঠনের সমন্বয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোট’-এর আত্মপ্রকাশ হয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জোটের ঘোষণা দেন। তিনি বলেন, ‘পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু এখন বাংলাদেশের গুটি কয়েক শ্রেণির লোক শাসনব্যবস্থাকে গ্রাস করছেন। তাঁরা যা চাচ্ছেন, তা–ই করছেন। তাঁরা ১৫৪টি আসনে ভোট ছাড়া নির্বাচিত হয়ে যান।’

বিএনপির এই নেতা বলেন, ‘তারা (সরকার) যতই কথা বলুক না কেন, নির্বাচন তাদের অধীন সুষ্ঠু হবে না। তার আলামত আমরা দেখতে পারছি। সেই আলামতে আমরা দেখতে পারছি, আমলাদের নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।’

নবঘোষিত ১৫টি সংগঠনের নেতৃত্বে আছেন ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদের সভাপতি মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই, শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি আবু ইউসুফ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টির সভাপতি মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চের সভাপতি মনোয়ার হোসেন, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১-এর সভাপতি আনসার রহমান শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী, মুভমেন্ট ফর ডেমোক্রেসির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি বাহাদুর আহমেদ, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি আজিজা সুলতানা ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.