সিদ্দিকবাজারে বিস্ফোরণ

ভবনমালিকসহ গ্রেপ্তার ৩

পুলিশ লোগো

রাজধানীর সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভবনমালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের একটি দোকান মালিক আবদুল মোতালিব হোসেন ওরফে মিন্টুকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজধানীর সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিক, তত্ত্বাবধানকারী ও কয়েক দোকানিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপরই আজ ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও আবদুল মোতালিব হোসেন মিন্টুকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

ভবনটির মালিক রেজাউর রহমান নামের প্রয়াত এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান মালিক হন। তাঁদের মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোট ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করেন। মেজ ভাই মশিউর রহমান লন্ডনপ্রবাসী।

গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। এ বিস্ফোরণে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.