৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘অবৈধ’, ভর্তি বন্ধ ৫টিতে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

দেশের ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘অবৈধ’ ঘোষণা এবং ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ রাখার আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২৯ মার্চ ইউজিসির পরিচালক ওমর ফারুক স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘অবৈধ’ ৩ বিশ্ববিদ্যালয় গুলো হলো- ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা। এছাড়া ভর্তি বন্ধ রাখতে বলা হয়েছে- ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), স্টামফোর্ড ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১০টি। এর আটটি এখনও শিক্ষাক্রম শুরু করতে পারেনি।

‘অবৈধ’ ৩ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইউজিসি বলেছে, এসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্যাম্পাস ও ঠিকানা এবং চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নেই। অর্থাৎ বৈধ কোনো কর্তৃপক্ষ নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর সাময়িক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

ভর্তি বন্ধ রাখতে বলা ৫টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইউজিসি বলেছে, এসব বিশ্ববিদ্যালয়ে বৈধ কর্তৃপক্ষ নেই। এছাড়া অপ্রতুল শিক্ষক সংখ্যা, যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাব, শিক্ষা সহায়ক ক্যাম্পাসের অনুপস্থিতি, লাইব্রেরিতে প্রয়োজনীয় পাঠ্যবইয়ের অপ্রতুলতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম মেয়াদোত্তীর্ণ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.