ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ১৭ এপ্রিল, সোমবার দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে ঈদ জামায়াত নির্বিঘ্ন করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নামাজের সময় সূচি নির্ধারিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সভায় মেয়র তাপস বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আমরা আশা করছি এতে অংশ নেবেন রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা।

সভায় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান হাবিব, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী মেরীনা নাজনীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার হাসান মো. আরিফুর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাখাওয়াৎ হোসেনসহ অনেকে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.