শি জিনপিং শুভেচ্ছা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

সদ্য দায়িত্ব নেওয়া বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের প্রেসিডেন্টের পক্ষ হতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে একটি চিঠি। এই চিঠিতে লেখা রয়েছে, ‘আমি জেনে আনন্দিত যে, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং চীনের জনগণের ও আমার পক্ষ থেকে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনার জন্য শুভকামনা জানাই।’

তিনি বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। ‘কূটনৈতিক সম্পর্কের সূচনা থেকে এই দুই দেশ সবসময় এক দেশ অপর দেশকে সম্মান করেছে, এক দেশ অপর দেশের সঙ্গে সমান আচরণ করেছে এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে সমর্থন করেছে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমান-সমান সহযোগিতার নজির স্থাপন করেছে।’

শি জিনপিং বলেছেন, ‘‘আমি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের বিষয়টিকে খুবই গুরুত্ব দেই, এবং আমাদের দুই দেশের মধ্যে ঐতিহ্যগত এই বন্ধুত্বকে এগিয়ে নিতে, যৌথভাবে উচ্চমানের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ গড়ে তুলতে এবং দুই দেশের জনগণের আরও কল্যাণের লক্ষ্যে চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা অব্যাহত রাখতে আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত রয়েছি।”

তিনি আরও জানান, ‘আমি আপনার (বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি) সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে আপনার প্রত্যেক প্রচেষ্টার সাফল্য কামনা করি। আমি বাংলাদেশের সমৃদ্ধি এবং জনগণের সুখী জীবন কামনা করি।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.