ময়মনসিংহ, সিলেট ছাড়া কোথাও নেই বৃষ্টির আভাস

ছবি: সংগ্রহীত

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এক্ষেত্রে ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া কোথাও বৃষ্টিপাতের আভাস নেই।তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১০মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ১১ মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

বৃহস্পতিবার (১১ মে) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পটুয়াখালীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় দক্ষিণপশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিনদিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আগে দেশের ওপর দিয়ে আরেকটি তাপপ্রবাহ বয়ে যাবে।

এদিকে সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন এটির নাম হবে মোখা (MOCHA)। এই পরিস্থিতি দেশের সব সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.