শিক্ষককে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারীসহ আটক ৩

মানিকগঞ্জ লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জামাল উদ্দিনকে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারীসহ প্রধান তিন আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

আটকেরা হলেন- ফজলুর রহমান (৫৫), সজীব মিয়া (২৮) ও উজ্জ্বল (২৭)।

বৃহস্পতিবার (১১ মে) তাদেরকে আটকের বিষয়টি জানান র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গত ৯ মে সকালে জামালউদ্দিন মাস্টার মোটরসাইকেলে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টির ভাড়া বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হন। পথে তাকে অতর্কিতভাবে হামলা করে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আটকেরা। আহত শিক্ষকের চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যান।

তিনি আরও জানান, পরবর্তীতে স্থানীয় লোকজন শিক্ষক জামাল উদ্দিনকে হাসপাতালে নিয়ে যায়। আশংকাজনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভিকটিম শিক্ষক জামাল উদ্দিনের স্ত্রী আশা আক্তার বাদী মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আবদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.