খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার অভিযোগ করেছে জেলা বিএনপি। এ সময় প্রাইভেট কারের কাচ ভেঙে গেছে। তাতে আব্দুল্লাহ আল নোমান আহত না হলেও জেলা বিএনপির সহসভাপতিসহ পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা বিএনপি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি শহরের কলেজ রোডের নারকেলবাগান এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান। তাঁর গাড়িবহর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে পরিকল্পিতভাবে হামলা করা হয়। এ সময় নোমানের গাড়িতেও হামলা চালানো হয়। হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।

তবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম এইচ ইসমাইল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা উসকানিমূলকভাবে ইটপাটকেল ছুড়তে থাকলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.