সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা 

দ্রব্যমূল্যসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দ্রব্যমূল্যসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

বাণিজ্যসচিব বলেন, কোরবানি ঈদ সামনে রেখে তেলের দাম লিটারে ১০ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমানো হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। ১০ টাকা কমিয়ে সেটি ১৮৯ টাকা করা হয়েছে। খোলা তেলের দামও কমে ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের লিটার ১৩৫ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.