ফের রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।

তাপবিদ্যুৎকেন্দ্রের একাধিক সূত্র জানিয়েছে, গত রোববার (১৬ জুলাই) দুপুর ১টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

তবে এ বিষয়ে কথা বলার জন্য একাধিক দায়িত্বশীল কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ ফোন  রিসিভ করেননি।

এর আগে একই কারণে গেল ৩০ জুন রাত ৮টা ৪৬ মিনিটে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়েছিল। এরপর ত্রুটি সারিয়ে ১০ জুলাই সন্ধ্যা ৭টায় আবার উৎপাদন শুরু হয়।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের।

দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে বেশ কয়েকবার কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হয়ে গিয়েছিল প্রথম ইউনিটের উৎপাদন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.