কার্তিকের কড়া রোদে ঘামছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা

ছবি : সংগৃহীত

রাজধানীর আকশে ঝলমলে রোদ। শীতের আগমনি বার্তা থাকলেও এখনো শুরু হয়নি সেই মিষ্টি আবেশ।ফলে ঢাকার প্রাণকেন্দ্রে ডাকা তিন বড় দলের সমাবেশই করতে হবে কড়া রোদের মধ্যে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ, নয়াপল্টনে বিএনপি এবং নিবন্ধন বাতিল হওয়া দল জামায়াতে ইসলামী শাপল চত্বরে দুপুর ২টায় কর্মসূচি দিয়েছে।  

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোয়।

আবহাওয়া অফিস বলছে, দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও বিরাজ করছে উজ্জ্বল সূর্যকিরণ। ফলে আক্ষরিক অর্থেই ঘামতেই হচ্ছে রাজনৈতিক সমাবেশে আগতদের।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, শুক্রবার (২৭ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও একই রকম তাপমাত্রা বিরাজমান থাকবে। তবে রাতের তাপমাত্রা কমবে।

ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.