ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচলের দিনক্ষণ। ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৩ নভেম্বর) ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন ভাড়ার এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যেতে সর্বনিম্ন ভাড়া লাগবে ১২৫ টাকা আর মেইল ট্রেনে লাগবে ১৭০ টাকা। আন্ত:নগর শোভন চেয়ারে ৫০০ ও এসি বার্থে পড়বে এক হাজার ৭২৫টাকা। সুলভ শ্রেণি ২৫০, শোভন শ্রেনির ৪২০, প্রথম চেয়ার ৬৭০, প্রথম বার্থেনর ভাড়া এক হাজার, স্নিগ্ধা ৯৬১, এসি সিট এক হাজার ১৫০ টাকা আর করা হয়েছে ২১০ টাকা।

ঢাকা থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত ভাড়া আদায়যোগ্য পথের দূরত্ব ৫৩৫ কিলোমিটার।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া ৫৫ টাকা; মেইলে ৭০; কমিউটার ট্রেনের ৮৫ টাকা। সুলভ শ্রেণি ১০৫, শোভন শ্রেণি ১৭০ টাকা।  আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ার ২০৫ টাকা; প্রথম শ্রেণির চেয়ার ২৭০, প্রথম বার্থ শ্রেণি ৪০৫। স্নিগ্ধা (এসি চেয়ার) ৩৮৬, এসি সিট ৪৬৬ এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ৬৯৬ টাকা।

দোহাজারী রেলওয়ে স্টেশন পর্যন্ত দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া ৪০ টাকা; মেইল ৫৫, কমিউটার ট্রেন ৬৫, শোভন শ্রেণি ১৩০ টাকা। আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ার ১৫৫, প্রথম শ্রেণির চেয়ার ২৩৬; প্রথম বার্থ শ্রেণির ভাড়া ৩৫৭ টাকা। স্নিগ্ধা ২৯৯, এসি সিট ৩৫৭ এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ৫৩৫ টাকা।

সাতকানিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত ভাড়া আদায়যোগ্য পথের দূরত্ব ১২২ কিলোমিটার। এই পথে দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া ৩৫ টাকা; মেইল ৫০, কমিউটার ৬০ টাকা। সুলভ শ্রেণি৭০ টাকা; শোভন শ্রেণি ১১৫, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ার ১৪০ টাকা। প্রথম শ্রেণির চেয়ার ২১৩, প্রথম বার্থ শ্রেণি ৩২২, স্নিগ্ধা ২৬৫ টাকা, এসি সিট ৩২২ এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ৪৭৮ টাকা।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনে দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া ৩৫ টাকা; মেইল ৪৫, কমিউটার ৫৫, সুলভ শ্রেণি ৬৫, শোভন শ্রেণির ভাড়া ১০৫ টাকা। আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ার ১২৫, প্রথম শ্রেণির চেয়ার ১৯০, প্রথম বার্থ শ্রেণি ২৮৮; স্নিগ্ধা ২৩৬, এসি সিট ২৮৮ এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ৪২৬ টাকা।

হারবাং রেলওয়ে স্টেশন দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া ৩০ টাকা, মেইল ৪০, কমিউটার ৪৫, সুলভ শ্রেণি ৫৫ টাকা। শোভন শ্রেণি ৯০, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ১১০ টাকা। প্রথম শ্রেণির চেয়ার ১৬৭, প্রথম বার্থ শ্রেণির ২৪৮, স্নিগ্ধা ২০৭, এসি সিট ২৪৮ এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ৩৬৮ টাকা।

চকরিয়া রেলওয়ে স্টেশনে দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া ২০ টাকা, মেইল ৩০, কমিউটার ৩৫, সুলভ শ্রেণি ৪০, শোভন শ্রেণি ৬৫ টাকা ভাড়া। আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ার ৮০ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ১২১, প্রথম বার্থ শ্রেণি ১৭৯ টাকা আর স্নিগ্ধা ১৫০ টাকা ভাড়া।

ডুলাহাজরা রেলওয়ে স্টেশন পর্যন্ত দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া ১৫ টাকা, মেইল ২০, কমিউটার ২৫, সুলভ শ্রেণি ৩৫, শোভন শ্রেণি ৫০ টাকা। আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৬০ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ১০৪ আর স্নিগ্ধা ১১৫ টাকা।

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া ১১ টাকা, মেইল ১৫, কমিউটার ২০, সুলভ শ্রেণি ৩৫, শোভন শ্রেণি ৪৫ । আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ১০৪, প্রথম বার্থ শ্রেণি ১২৭ এবং স্নিগ্ধা ১১৫ টাকা ভাড়া।

রামু রেলওয়ে স্টেশনে দ্বিতীয় সাধারণ শ্রেণির ট্রেনের ভাড়া পাঁচ টাকা, মেইল ১৫, কমিউটার ২০, সুলভ শ্রেণিতে ৩৫ টাকা। শোভন শ্রেণির ভাড়া ৪৫, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ার  ৫০ টাকা। ১০৪ টাকায় প্রথম শ্রেণির চেয়ার; প্রথম বার্থ শ্রেণি ১২৭। স্নিগ্ধা ১১৫ টাকা, এসি সিট ১২৭ এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ১৫০ টাকা।

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা- কক্সবাজার যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.