এক মাসের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

বাজারে নতুন আলু আসতে শুরু করেছে। এতে সামনের দিনগুলোতে আলুর সংকট একেবারেই থাকবে না। আগামী ৩০ দিনের মধ্যে আলুর দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড় এলাকায় দেশব্যাপী ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম ডিসেম্বর ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এছাড়া আসন্ন রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্কারোপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানে যাতে খেজুরের দাম সহনীয় থাকে, তার জন্য শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বলা হবে। শুল্ক কমালে খেজুরের দামও কমবে।

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য যেমন: তেল ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.