টানা দ্বিতীয় দিনেও বিশ্বের বায়ুদূষণের শীর্ষে ঢাকা

টানা দ্বিতীয় দিনের মতো বাতাসের গুণগত মানের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই সূচক থেকে এ তথ্য জানা যায়।

সূচকে দেখা যায়, আজ ঢাকার বায়ুর মানের স্কোর ৩১৬। এই স্কোর নির্দেশ করে, নির্দিষ্ট ওই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। এ তালিকায়  ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি।

এর আগে রোববার সকালেও ঢাকা দূষণের তালিকায় প্রথম স্থানে ছিল।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.