অভিযানেও কমছে না পেঁয়াজের দাম

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞার খবরে বেড়ে গেছে পেঁয়াজের দাম। বিক্রেতারা ক্রেতাদের নানা অজুহাত দেখিয়ে বাড়তি দামেই পেঁয়াজ বিক্রি করছেন।

পেঁয়াজের লাগামহীন দাম নিয়ন্ত্রণে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশের বেশিরভাগ বাজারে চলছে তাদের অভিযান। সাময়িক সময়ের জন্য দাম কমলেও অভিযান শেষে আবারও বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম।

রাজধানীর অন্যতম বড় কাঁচাবাজার কাওরান বাজারের খুচরা বিক্রেতারা জানায়, গতকাল রোববার দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৯৬ থেকে ২২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে।

ভারত আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পর রাতারাতি পেঁয়াজের দাম কেজিতে ১০০ টাকার বেশি বেড়ে ২৪০ টাকায় দাঁড়ায়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৪৩টি টিম সারা দেশে অভিযান চালিয়ে ২১৩টি প্রতিষ্ঠানকে মোট ১৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বেশ কয়েকটি টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করছে।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.