ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করলো বিমান 

একে একে নতুন রুটে ডানা মেলছে বাংলাদেশ বিমান। এবার ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাটের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ ভারতের শহরটির উদ্দেশে যাত্রা শুরু করে বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটটি।

মহান বিজয় দিবসের দিন বহু প্রতীক্ষিত ঢাকা-চেন্নাই রুটে বিমানের সরাসরি ফ্লাইটের উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এতোদিন ভারতের দুটো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালিয়ে আসছে বিমান। কিন্তু চিকিৎসা ও ভ্রমণের জন্য বাংলাদেশিদের কাছে ভারতের দক্ষিণের শহরগুলি বিশেষ করে চেন্নাই আকর্ষণীয় হয়ে উঠেছে।

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা-চেন্নাই রুটে যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোগ তৈরির জন্য অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে আগ্রহী ভারত। এ ফ্লাইট পরিচালনার মধ্যে দিয়ে ভ্রমণ, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসা কাজে যাতায়াত আরও সহজ হবে।

ঢাকা-চেন্নাই রুটে ইকোনমি ক্লাসে একমুখী ফ্লাইটে ট্যাক্সসহ সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা এবং দ্বিমুখী ফ্লাইটের ভাড়া শুরু ২৬ হাজার ৬৩৫ টাকা।

আর বিজনেস ক্লাসে ট্যাক্সসহ একমুখী ফ্লাইটে সর্বনিম্ন ভাড়া শুরু ৩৭ হাজার ৬২৪ টাকা এবং দ্বিমুখী ফ্লাইটে সর্বনিম্ন ভাড়া ৬১ হাজার ৯৯৫ টাকা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.