আবারও বাড়লো স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমার ১২ দিন পর দেশের বাজারে বাড়লো ধাতুটির দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে প্রতি ভরি এক লাখ ৯ হাজার ২৯২ টাকা। 

সোমবার (১৮ ডি‌সেম্বর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কথা জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে তাতে জানায়। এই দাম কাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

নতুন করে নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের দর ৮৯ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ৭৪ হাজার ৫৩৩ টাকায়।

তবে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম (ভ‌রি) এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫০ টাকা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.