ফেসবুকে লাইভে এসে মাহিকে জুতাপেটার হুমকি

ফেসবুক লাইভে এসে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকিদাতাকে শোকজ করা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি ও রাজশাহীর জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সাঈদ শোকজ করে তাঁকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়েছে লিখিত জবাব দিতে বলেছেন।

শোকজপ্রাপ্ত মাহাবুর রহমান মাহাম নিজেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। ফেসুবক লাইভে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমর্থক হিসেবে নিজেকে দাবি করেছেন মাহাম।

গতকাল শনিবার নিজের ফেসবুক অ্যাকউন্টে একটি ভিডিও পোস্ট করেন মাহাম। সেখানে মাহিয়া মাহির যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মাহিকে নিয়ে বেশ কিছুক্ষণ আপত্তিকর মন্তব্য করেন মাহাম। এক পর্যায়ে জুতা দেখিয়ে বলেন, ‘মাহিয়া মাহি, এই জুতা দেখেছেন? আপনাকে এ জুতা দিয়ে পেটানো উচিত। মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম।

এ ঘটনায় ওই রাতেই মাহিয়া মাহি তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

শোকজ নোটিশে বলা হয়, গত ২৩ ডিসেম্বর রাত ১১টার দিকে মাহাবুর নামক ফেসবুক আইডি থেকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়ার নির্বাচনী প্রচারণায় বাধাগ্রস্ত করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানসম্মান হানিকর বক্তব্য প্রকাশ করা হয়। প্রচারণা চালালে মাহিকে জুতাপেটা করা ও নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের হুমকিসহ যে কোনো বড় ধরনের ক্ষতি করবেন বলে উক্ত ভিডিওতে প্রকাশ করেন। উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন; যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। 

এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা সশরীরে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।

ফেসবুক লাইভ করে স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে এমন মন্তব্যের বিষয়ে মাহাম বলেন, ‘ভিডিও ছাড়ার পর রাজশাহী থেকে কয়েকজন সাংবাদিক ফোন করেছিলেন। তারা নানা কথা বলছেন। সে কারণে ভিডিওটি ডিলিট করে দিয়েছি।’ 

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহির প্রতীক ট্রাক। এখানে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ প্রার্থী।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.