কত শতাংশ ভোট দিয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ ভোটের পরিবেশ কেমন ছিল: বিপ্লব বড়ুয়া

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, এবারের নির্বাচনে কত শতাংশ মানুষ ভোট দিয়েছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটের পরিবেশ কেমন ছিল। সাধারণ মানুষ অবাধ, সুষ্ঠু ও মুক্তভাবে ভোট দিতে পেরেছেন, এটি অনেক বড় বিষয়।

আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন বিপ্লব বড়ুয়া।

এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, ‘তথাকথিত সুশীল সমাজ ও বিএনপি-জামায়াত অপশক্তি নির্বাচন নিয়ে আশঙ্কার কথা ছড়িয়েছিল। ট্রেনে যাত্রীকে জীবন্ত অঙ্গার করে তারা ভয়ভীতি সৃষ্টি করেছিল। তারপরও সাধারণ মানুষ ভোট দিয়েছে।’

এবারের নির্বাচনে বেশ কিছু স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিপ্লব বড়ুয়া বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দেশে ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন যেখানে আইনের ব্যত্যয় হয়েছে বলে মনে করেছে, সেখানে হস্তক্ষেপ করেছে, ভোট গ্রহণ বাতিল বা স্থগিত করেছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগকে নিয়ে নির্বাচন পরিচালনা করছে।’

সকালের তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে—মন্তব্য করে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। যেহেতু শীতের সময় ছিল, এ জন্য ভোটার উপস্থিতি সকালে কিছুটা ধীরগতির ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি অনেক বেড়েছে। আমরা মনে করি, সহিংস ঘটনা ঘটিয়ে বিএনপি-জামায়াত অপশক্তি নির্বাচনকে পণ্ড করার, ভোটারদের মনে ভয় সৃষ্টি করে নির্বাচন থেকে তাঁদের দূরে রাখার ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, এবারের নির্বাচনে তিন শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক রয়েছেন। ব্যক্তিগতভাবে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘বিএনপির ষড়যন্ত্র থেমে নেই। দলটির নেতারা নির্বাচন নিয়ে বিভিন্ন অবাস্তব অভিযোগ করেই যাচ্ছেন। বিএনপির রিজভী সাহেব আজগুবি ও অবাস্তব অভিযোগ করেছেন যে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। আপনারা জানেন, নির্বাচন কমিশন এবার ব্যালট বাক্স আর ব্যালট পেপার পাঠিয়েছে ভোটের দিন ভোরবেলায়। এখন রিজভীর এমন বক্তব্য হাস্যকর।’

সারা দেশে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিড় করে থাকার বিষয়ে জানতে চাওয়া হলে বিপ্লব বড়ুয়া বলেন, ভোটকেন্দ্রকে সুরক্ষা দেওয়ার জন্য নেতা-কর্মীরা রাজপথে থাকবেন, এমন ঘোষণা প্রধানমন্ত্রী আগেই দিয়ে রেখেছেন। তাই তাঁরা রাজপথে আছেন। কিন্তু বিএনপি ভোট বর্জন করে নির্বাচনের বাইরে রয়েছে। এ জন্য মনের হতাশা ও ব্যর্থতার জায়গা থেকেই তারা বিভিন্ন বিষয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.