পোশাক খাতের যে উদ্যোক্তারা সংসদ সদস্য হলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পোশাক খাতের ১৫ উদ্যোক্তা। নির্বাচিতদের মধ্যে ছয়জন একাদশ জাতীয় সংসদেও এমপি ছিলেন।তাদের মধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন তিনজন।

এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পুনর্নির্বাচিতদের মধ্যে রয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়-মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নতুন নির্বাচিত হয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। তিনি ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত হয়েছেন নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী।

চট্টগ্রাম-৮ থেকে ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম-১৬ থেকে স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান, সিরাজগঞ্জ-৬ থেকে স্পেরো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চয়ন ইসলাম, সিরাজগঞ্জ-৫ থেকে মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল নির্বাচিত হয়েছেন

ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে তুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল,  মানিকগঞ্জ-২ থেকে এক্সিস নিটওয়্যারের দেওয়ান জাহিদ আহমেদ টুটুল নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন শাশা ডেনিমের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ও উইসডম অ্যাটায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জয়ী হন।

গেল ৮ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে ফল ঘোষণা করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.