বইমেলার ১১তম দিনে এসেছে ৯২ নতুন বই

অমর একুশে বইমেলার ১১তম দিনে ১৯১টি নতুন বই প্রকাশিত হয়েছে। নতুন বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে কবিতা, উপন্যাস ও গল্পের বই। আজও পাঠক, লেখকদের পদচারণায় মুখর হয়ে ছিল মেলা প্রাঙ্গণ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে বিকেল থেকেই বইমেলায় দর্শনার্থীদের ঢল দেখা গেছে। মানুষ লাইন ধরে ঢুকছেন মেলা প্রাঙ্গণে। মেলায় আসা স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি। বই দেখছেন অনেকেই, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম।

মেলার ১১তম দিনে গল্পের বই ২১, উপন্যাস ৩২, প্রবন্ধ ৯, কবিতা ৫১, গবেষণা ৩, ছড়া ৬, শিশুসাহিত্য ৯, জীবনী ৪, রচনাবলি ২, মুক্তিযুদ্ধ ২, নাটক ১, বিজ্ঞান ৫, ভ্রমণ ২, ইতিহাস ৬, রাজনীতি ২, চি:/স্বাস্থ্য ৪, বঙ্গবন্ধু ৩, রম্য-ধাঁধা ২, ধর্মীয় ১, সায়েন্স ফিকশন ৬, অন্যান্য ২০টিসহ মোট ১৯১টি বই যোগ হয়েছে।

বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : আশরাফ সিদ্দিকী এবং স্মরণ সাঈদ আহমদ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ইয়াসমিন আরা সাথী এবং মাহফুজা হিলালী। আলোচনায় অংশগ্রহণ করেন উদয়শংকর বিশ্বাস, শামস আল দীন, রীপা রায় এবং আব্দুল হালিম প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুরশীদা বেগম।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.