ঢাকায় পহেলা এপ্রিল থেকে টার্মিনালের বাইরে কোন বাস কাউন্টার থাকবে না: মেয়র তাপস

বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস । ছবি: সংগৃহীত

আগামী বছরের পহেলা এপ্রিল থেকে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ছাড়া রাজধানীর অন্য কোনো জায়গায় আন্তজেলা বাস কাউন্টার থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ ফজলে নূর এ কথা বলেন।

মেয়র শেখ ফজলে নূর বলেন, ‘আমরা দেখি জিগাতলায় একটা কাউন্টার, কলাবাগানে একটা কাউন্টার, খিলগাঁওয়ে আরেকটা কাউন্টার। যার যেখানে ইচ্ছা সেখানে কাউন্টার খুলে বসে আছে। এতে যেমন যানজটের সৃষ্টি করে, তেমনি অনেক সমস্যা সৃষ্টি হয়। সুতরাং এ বিষয়ে আমরা আরও কঠোর হচ্ছি।’

সায়েদাবাদ বাস টার্মিনালের সংস্কারের কাজ চলছে। এটা আগামী মার্চের মধ্যে শেষ হবে বলে জানান মেয়র। তিনি বলেন, ‘১ এপ্রিলে সেটা উদ্বোধন করব, চালু করব। মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে সংস্কার প্রয়োজন আছে, সেগুলোরও উদ্যোগ গ্রহণ করব। আগামী ১ এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ছাড়া আর কোথাও কোনো কাউন্টার রাখতে দেব না।’

রাস্তার ওপর বাস রাখতে কাউন্টার থাকাসহ আরও নানা অজুহাত দেওয়া হলেও তা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ তাপস। তিনি বলেন, টার্মিনালগুলো সঠিকভাবে ব্যবহার না করার কারণে বাস কাউন্টারসংলগ্ন এলাকায় যত্রতত্র রাস্তা দখল করে বাস রেখে দেওয়া হয়। তখন অজুহাত দেওয়া হয় এত দূরে কাউন্টার, আমি আবার বাস কীভাবে টার্মিনালে নেব?

সভায় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ এস এম সালেহ উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.