কুসিক মেয়র হতে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চার প্রার্থী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

তারা হলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা ডা. তাহসিন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর-উর রহমান মাহমুদ তানিম এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার।

মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকালের দিকে দুইবারের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কুর পক্ষে তার বেশ কয়েকজন অনুসারী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার তার অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ দুই প্রার্থী গত সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত আরফানুল হক রিফাতের কাছে হেরে যান।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মা মেহেরুন্নেছা বাহারকে সঙ্গে নিয়ে ডা. তাহসিন বাহার সূচনা বিপুলসংখ্যক নেতাকর্মীসহ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এরপর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর-উর রহমান মাহমুদ তানিম তার অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর তিন প্রার্থী সাংবাদিকদের নিকট পৃথকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ইতোপূর্বে মনোনয়নপত্র সংগ্রহ করেও দাখিল করেননি চারজন। তারা হলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, মাঈন উদ্দিন, মামুনুর রশিদ ও শফিউর রহমান। এদের মধ্যে অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গত ৮ ফেব্রুয়ারি মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনার প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। যার ফলে তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।

২০২৩ সালের কুসিকের তৃতীয়বারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.