ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলেন ভারতের সহকারী হাইকমিশনার

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালুর জন্য ভারত কাজ করছে বলে মন্তব্য করেছেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ভিসা ইস্যুর পরিমাণ বেড়ে যাওয়ায় এটা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন রাজশাহীতে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য গতিশীল করতে ওই মতবিনিময় সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মনোজ কুমার জানান, বিশ্বব্যাপী ভারত যে পরিমাণ ভিসা ইস্যু করে তার সিংহভাগই বাংলাদেশি নাগরকিদের জন্য। এ অবস্থায় অন-অ্যারাইভাল ভিসা বা ভিসা ইস্যু সহজীকরণ- এটা অত্যন্ত জরুরি। ভারত-বাংলাদেশ উভয় দেশই এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। 

সহকারী হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও কাজ করছে দুই দেশ। বাণিজ্য ঘাটতি কমে গেলে ভারতীয় মুদ্রা রুপিতে পণ্য আমদানি সহজ হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.