২ হাজার কোটি টাকা পাচারের মামলায় কারাগারে ঢাকা টাইমসের সম্পাদক

ফরিদপুরে আলোচিত ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এর আগে আরিফুর রহমান ওরফে দোলন উচ্চ আদালত থেকে জামিন পান। আজ মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এজন্য তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ এপ্রিল মামলার অভিযোগপত্র গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।’

২০২০ সালের ২৬ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরিদপুরের আলোচিত দুই ভাই আওয়ামী লীগের তৎকালীন নেতা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হোসেন রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে কাফরুল থানায় মামলা করে। সিআইডি পরে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এদের মধ্যে ছয়জনের স্বীকারোক্তির ভিত্তিতে পরে আরও সন্দেহভাজন ৩৭ জনের নাম যুক্ত করে।

গত বছরের ২৫ জুন দোলনসহ ৩৭ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি।

অভিযোগপত্রের পর দোলন মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে হাইকোর্ট দোলনকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে দোলন আজ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.