ভিসা চালুর বিষয়ে আমিরাতের মানবসম্পদমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

সংযুক্ত আরব আমিরাত সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সে দেশের মানবসম্পদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড. আব্দুল রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠক করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) সকালে দুবাইয়ের মন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক নানা বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি স্নাতক নার্স, কেয়ারগিভার, স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান, কৃষিবিদ ও কৃষকসহ বিভিন্ন পেশাজীবীদের নানা খাতে নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দুবাইয়ের মন্ত্রীকে ইউএই’র সব ধরনের বাণিজ্যে সব শ্রেণির বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করার অনুরোধ জানান। সেই সঙ্গে ভিসা পদ্ধতি সহজ করার পাশাপাশি এক নিয়োগকর্তার কাছ থেকে অপর নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর প্রক্রিয়াও সহজীকরণের অনুরোধ জানান।

জবাবে আমিরাতের মানবসম্পদ মন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা নেই উল্লেখ করে বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তিভিত্তক চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে। এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা প্রক্রিয়ায় এআই এবং সংশ্লিষ্ট সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন এবং চাকরি প্রার্থীদের দক্ষতা যাচাই পদ্ধতি তুলে ধরেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠানো কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। সেই সঙ্গে আমিরাতের চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের প্রস্তুত করতে দুবাইয়ের মন্ত্রীকে মধ্যপ্রাচ্যের দেশটির ভাষা প্রশিক্ষক নিয়োগের কথাও জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.