আজও কমলো স্বর্ণের দাম

দেশে বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। তবে স্বস্তির খবর হলো, কয়েক দফার বাড়ার পর টানা ছয়বার কমানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সোমবার (২৯ এপ্রিল) দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১,১৫৫ টাকা কমানো হয়েছে। যার ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা।

সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল প্রতি ভরিতে ৮৪০ টাকা, দুই দিন পর ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৮ এপ্রিল ভালো স্বর্ণের ভরি ৩১৫ টাকা এবং আজ ভরি ১,১১৫ টাকা কমানোর ঘোষণা দিলো বাজুস। এই ছয় ধাপে ভ‌রিতে স্বর্ণের দাম মোট কমেছে ৭ হাজার ৯২৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.