নিষিদ্ধ জামাতুল আনসারের ৩ সদস্য গ্রেফতার

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন জানান, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। 

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি ফোন উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ৩টি স্মার্টফোন। তাতে তাদের প্রশিক্ষণের ভিডিও ছবি আছে বলেও জানানো হয়।

ডিএমপির ডিবি প্রধান বলেন, জঙ্গিগোষ্ঠীটির সদস্য ছিল ৫৩ জন, এদের মধ্যে ৪৯ জনকেই গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি দেশ বানানোর পরিকল্পনা ছিল আসামিদের।

তিনি আরও জানান, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা ইসলামী বিভিন্ন সংস্থাতে চাকরি করে। আর গোপনে পাহাড়ে বম সম্প্রদায়ের কাছে প্রশিক্ষণের জন্য নতুন কর্মী ও টাকাও পাঠাতো তারা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.