স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভরিতে সর্বোচ্চ এক হাজার ৭৩ টাকা ক‌মিয়ে নতুন দাম ঠিক করেছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠনটি। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

নতুন অর্থবছরের প্রথম দিন সোমবার থেকে এই দাম কার্যকর হবে। রোববার প্রতি ভরি ভালো মানের স্বর্ণ এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকায় বিক্রি হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাজুস। সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৭৯ হাজার ৩৩৯ টাকায় বিক্রি করা হবে।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.