দেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কোনো দল থাকবে না: শিক্ষামন্ত্রী

নাটোরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার দুপুরে শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে।

দেশে সরকার থাকবে, বিরোধী দল থাকবে; কিন্তু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কোনো দল থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নাটোর শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

দীপু মনি বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বিচারের দিন হরতাল পালন করে, শান্তিচুক্তি ভন্ডুল করতে চায়, সেই অপশক্তিকে আর ছাড় দেওয়া হবে না। বাংলার মাটিতে তাদের স্থান নেই। তারা জনসম্পৃক্ততা হারিয়েছে। তাদের তথাকথিত আন্দোলনে কিছু যায় আসে না। আন্দোলনের নামে তারা নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যে দলের প্রতিষ্ঠাতা সংবিধান স্থগিত করে সামরিক শাসন কায়েম করেছে। বেছে বেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। গণতান্ত্রিক শক্তিকে মাথাচাড়া দিতে দেয়নি। সেই দলের নেতাদের মুখে গণতন্ত্র উদ্ধারের কথা মানায় না। তারা দেশের উন্নয়ন, অগ্রগতির শত্রু। তাঁদের বিরুদ্ধে উন্নয়নকামী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এর আলোকে নাটোরেও বিশ্ববিদ্যালয় হবে। এ–সংক্রান্ত আইন প্রণয়নের কাজ চলছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারও ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

সভায় অন্যদের মধ্যে নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য নিজাম উদ্দিন আহম্মেদ বক্তব্য দেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী সদর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.