কলেজছাত্র লিটন হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

জামালপুরে কলেজছাত্র লিটন (২০) হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে জামালপুর সদর উপজেলার রামদেববাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে কলেজছাত্র লিটন প্রতিদিনের মতো বাড়ি থেকে রাতের খাবার খেয়ে রশিদপুর চৌরাস্তায় চাচার বাড়িতে রাত্রি যাপন করতে যায়। কিন্তু পরের দিন ১৪ জানুয়ারি সকালে পরিবারের লোকজন জানতে পারে লিটন রাতে চাচার বাড়িতে যায়নি। সেদিন বিকালে জামালপুর সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে কলেজছাত্র লিটনের শরীরের বিভিন্ন অংশে কাটা ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই লিটনের বাবা আব্দুস সামাদ অজ্ঞাতনামা আসামি করে জামালপুর থানায় একটি হত্যা মামলা করেন। তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী লিটন স্থানীয় একটি সমিতির সদস্য ছিল। সেখানে টাকা লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ৭ জন আসামির মধ্যে ছয় জনের উপস্থিতিতে আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

রায়ে ৭ জন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়াও প্রমাণ লোপাটের দায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো একই এলাকার মিজান (২০), সোহেল (২৫), সুমন (২৬), লাভলু (২০), হেলাল (৩৫), মিজান (২১) ও মজিবুর রহমান (৪৫)। এদের মধ্যে মজিবর রহমান পলাতক রয়েছেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.