চুয়াডাঙ্গায় জোড়া খুনের দায়ে ৩ জনের ফাঁসি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও একজনের দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী আজ মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।

এপিপি জানান, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা শহরের পুরাতন বাজারে একটি বসতবাড়িতে ঢুকে একদল সন্ত্রাসী ব্যবসায়ী নজির মিয়া (৭০) ও তাঁর স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) কণ্ঠনালি কেটে হত্যা করে। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে ডালিয়ারা পারভীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি চারজন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক মোহাম্মদ শিহাব উদ্দিন। মামলার আসামিরা হলেন– আলমডাঙ্গার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলীর ছেলে বিদ্যুত আলী ও তাহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন।

মামলায় মোট ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বিচারক আসামি সাহাবুল হক, রাজিব হোসেন ও বিদ্যুত আলীকে মৃত্যুদণ্ড ও আসামি শাকিল হোসেনকে দুই বছর কারাদণ্ড দেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.