উপকূল ট্রেনে পাথর ছুড়ে গ্লাস ভাঙচুর

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি সোনাইমুড়ী স্টেশনে পৌঁছার সাথেই একদল দুর্বৃত্ত শীতাতপ নিয়ন্ত্রিত ‌‘ক’ বগি লক্ষ্য করে অনবরত পাথর ছুঁড়তে থাকে। এতে দুটি জানালার কাঁচ ভেঙে বগিতে ছড়িয়ে পড়ে। তবে ওই জানালাগুলোর পাশে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। এর আগে বিকেল ৩টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলকর্মীরা জানান, প্রতি মাসে কয়েকবার সোনাইমুড়ী, বজরাসহ আশপাশের এলাকায় এ ধরনের হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, বাস মালিকদের যোগসাজশে আতঙ্ক সৃষ্টি করে ট্রেনের যাত্রী কমানোর জন্য এমন ঘটনা ঘটানো হয়।

নোয়াখালী রেলওয়ে স্টেশনের মাস্টার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তের হামলায় উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়। কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.