চট্টগ্রামে ফল পুনঃনিরীক্ষণ চায় ১৪ হাজার পরীক্ষার্থী 

২০২২ সালের এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সময় শেষ হয়েছে। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনলাইনে আবেদন করেছে ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী। যেখানে গত বছর আবেদন করেছিল ৭ হাজার ৮২৩ শিক্ষার্থী।
 

সর্বোচ্চ আবেদন পড়েছে ইংরেজি প্রথম পত্রে। এই বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ৭ হাজার ৪৯৩ জন।

বিষয়টি বেলা অবেলাকে নিশ্চিত করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

তিনি বলেন, ১৪ হাজার ৫২৫ পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেছে। তাদের মধ্যে সর্বোচ্চ আবেদন ৭ হাজার ৪৯৩ জন করেছে ইংরেজি প্রথম পত্রে, হিসাববিজ্ঞানে ৪৪৯, পদার্থবিজ্ঞানে ১ হাজার ২৪২, ভূগোল ও পরিবেশে ২৫৬, রসায়নে ১ হাজার ৮৩৪, ব্যবসায় উদ্যোগে ১ হাজার ১০, উচ্চতর গণিতে ১ হাজার ৫৭৯, পৌরনীতিতে ২৬৪, জীববিজ্ঞানে ১ হাজার ৪৩৮, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৫০৫, অর্থনীতিতে ১৪২, বাংলা প্রথম পত্রে ২ হাজার ৪৭৮, বাংলা দ্বিতীয় পত্রে ১ হাজার ৫৬৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ৪ হাজার ২৯৪, গণিতে ৩ হাজার ২৪০, কৃষি শিক্ষায় ৩৩৪, গার্হ্যস্থ অর্থনীতিতে ২৫৩, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ২৩৩ জন।

২৪ ডিসেম্বর এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে বলে জানান চট্টগ্রাম বোর্ডের এ কর্মকর্তা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.