‘সরকারের গোমর ফাঁস হয়ে গেছে’ বললেন রিজভী

একটি গণমাধ্যমে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেওয়া বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সাজানো ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সরকারের সে গোমর ফাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কৃষিমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপিকে নির্বাচনে আনতে শীর্ষ সব নেতাদের মুক্তি দেওয়াসহ কিছু ‘অপশন’ দেওয়া হয়েছিল বলে জানান। এ বক্তব্যের বিষয়ে অবশ্য আজ সচিবালয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি নেতাদের মুক্তির কথা বলেছিলেন।

বিএনপি নেতা রিজভী এ প্রসঙ্গে বলেন, তার বক্তব্য প্রমাণ করে দেশে আইনের শাসন নেই, সবকিছুই সরকারের ইশারায় চলে। দেড় লাখ মামলায় অর্ধ কোটি বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সবকিছুই করা হয়েছে সরকারের নির্দেশে।

কারাগারে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এটাও সরকারের নীলনকশা। বিনা কারণে নাগরিকদের গ্রেপ্তার, নির্বিচারে বিএনপিসহ আন্দোলনরত দলগুলোর নেতাকর্মীদের কারাগারে পাঠানো ও নির্যাতন আইনের শাসনের অস্তিত্বকেই বিলীন করে দিয়েছে।

রিজভী বলেন, আদালতে দলীয়করণ করা হয়েছে। এ কারণে ১৫ বছর ধরে বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এ সরকার চাইলে গ্রেপ্তারকৃতদের এক রাতেই ছেড়ে দিতে পারে। ২০ হাজার নিরপরাধ নেতাকর্মীকে নির্জলা মিথ্যা মামলায় নির্বিচার গ্রেপ্তার করা এবং সরকারের সঙ্গে সমঝোতা হলে মুক্তি দেওয়া কোনো গণতান্ত্রিক দেশে, কোনো আইনের শাসনের দেশে, এমনকি স্বৈরতান্ত্রিক দেশেও সম্ভব নয়।
এসকেডি

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.