রিয়ালের ১২১ বছরের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম

ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ছিলেন না কোনো স্প্যানিশ ফুটবলার । ছবি : টুইটার

সাফল্যের দিক থেকে তর্ক সাপেক্ষে ইউরোপের সর্বকালের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই ক্লাবই কাল নতুন এক ইতিহাস গড়েছে লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে। এ ম্যাচে রিয়ালের শুরুর একাদশে ছিলেন না কোনো স্প্যানিশ খেলোয়াড়। মানে, যে দেশের ক্লাব সেই দেশেরই ফুটবলার নেই!
১৯০২ সালের ৬ মার্চ মাদ্রিদ ফুটবল ক্লাব নামে যাত্রা শুরু করে রিয়াল মাদ্রিদ। দলটির বর্তমান নাম রাখা হয় ১৯২০ সালে। প্রায় ১২১ বছরের ইতিহাসে ৪ হাজার ৪৩৬ ম্যাচ খেলেছে ক্লাবটি। কালই প্রথমবার শুরুর একাদশে রাখা হয়নি কোনো স্প্যানিয়ার্ডকে।
রিয়ালের বর্তমান স্কোয়াড ২৪ জনের। এর মধ্যে ৮ জন স্প্যানিশ ফুটবলার। মানে, দলের এক-তৃতীয়াংশ। দানি কারভাহাল, লুকাস ভাজকেজ, হেসুস ভালেহো, লুইস লোপেজ, নাচো ফার্নান্দেজ, মার্কো আসেনসিও, দানি সেবায়োস ও আলভারো ওদরিওজোলা রিয়ালের স্প্যানিশ খেলোয়াড়।

অসুস্থতার কারণে কারভাহাল আর মাংসপেশির চোটে ওদরিওজোলা ভিয়ারিয়ালের বিপক্ষে ছিলেন না। অভিজ্ঞ রাইটব্যাক কারভাহালের জায়গায় অনেকে লুকাস ভাজকেজকে প্রথম একাদশে দেখতে চেয়েছিলেন। কিন্তু রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এই স্প্যানিশকেও সুযোগ দেননি। খেলিয়েছেন ব্রাজিলিয়ান এদের মিলিতাওকে। রাইট উইংয়ে খেলাতে পারতেন আসেনসিওকে। সেটাও করেননি ‘কোচদের ডন’ খ্যাত আনচেলত্তি। নামিয়েছেন ফেদেরিকো ভালভের্দেকে। তখনই ক্লাব ইতিহাসে প্রথমবার শুরুর একাদশে কোনো স্প্যানিশ খেলোয়াড় না থাকার রেকর্ড হয়।

ভাজকেজকে বিরতির পর খেলিয়েছেন আনচেলত্তি
ভাজকেজকে বিরতির পর খেলিয়েছেন আনচেলত্তি

কাল রিয়ালের শুরুর একাদশে সর্বোচ্চ ৩ জন ছিলেন ফরাসি, ২ জন ব্রাজিলিয়ান, ২ জন জার্মান এবং ১ জন করে বেলজিয়ান, ক্রোয়াট, উরুগুইয়ান ও অস্ট্রিয়ান খেলোয়াড়। স্প্যানিশ ভাজকেজ ও আসেনসিওকে অবশ্য দ্বিতীয়ার্ধে খেলিয়েছেন আনচেলত্তি। তবে ম্যাচের ফল পাল্টায়নি। লা লিগায় নতুন বছরের প্রথম ম্যাচটা হারতে হয়েছে রিয়ালকে।

শুরুর একাদশে স্প্যানিশ ফুটবলার না রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, ‘এ কারণেই ওরা হেরেছে।’ কেনিয়ার এক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘আমাদের দেশে কোনো কোচ এমনটা করলে পরদিন সকালে শুনত তার চাকরি নেই।’

এর আগেও একবার স্প্যানিশ খেলোয়াড় ছাড়া মাঠে সময় পার করেছে রিয়াল। তবে সেটা দ্বিতীয়ার্ধে। ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগে শেরিফ তিরাসপোলের বিপক্ষে বিরতির পর স্পেনের নাচো ও মিগুয়েল গুতিয়েরেজকে তুলে নেন আনচেলত্তি। বাকিটা সময় স্প্যানিশ খেলোয়াড়কে ছাড়াই খেলে রিয়াল। সেই ম্যাচেও হেরেছিল তারা।

সেতিয়েনের কৌশলের কাছে পেরে ওঠেননি আনচেলত্তি
সেতিয়েনের কৌশলের কাছে পেরে ওঠেননি আনচেলত্তি

ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশ
থিবো কোর্তোয়া (বেলজিয়াম), ফারলাঁ মেন্দি (ফ্রান্স), দাভিদ আলাবা (অস্ট্রিয়া), আন্তোনিও রুডিগার (জার্মানি), এদের মিলিতাও (ব্রাজিল), লুকা মদরিচ (ক্রোয়েশিয়া), অরেলিয়েঁ চুয়ামেনি (ফ্রান্স), টনি ক্রুস (জার্মানি), ফেদেরিকো ভালভের্দে (উরুগুয়ে), করিম বেনজেমা (ফ্রান্স) ও ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.