এশিয়া কাপ পাকিস্তানে, ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে!
ছবি: সংগ্রহীত
২০২৩ সালের এশিয়া কাপের ভেন্যু জটিলতা এখনও কাটেনি। শোনা গেছে পাকিস্তানেই হচ্ছে এবারের এশিয়া কাপ। তবে টুর্নামেন্টে অংশ নিতে প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করবে না ভারত। রোহিত শর্মার দল তাদের ম্যাচগুলো খেলবে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে। সম্প্রতি এমনটাই জানিয়েছে খেলাধুলা বিষয়ক গণমাধ্যমগুলো।
যদিও নিরপেক্ষ ভেন্যু নিশ্চিত করা হয়নি। তবে সেই তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ড। ভারত-পাকিস্তানসহ পাঁচটি ম্যাচ আয়োজনের সম্ভাব্য প্রতিযোগী তারা।
ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, এশিয়া কাপের ভেন্যু নিয়ে বিসিসিআই এবং পিসিবি উভয় বোর্ডই একটা সমাধানের পথে হাঁটছে। ফলে দুই দল পাকিস্তানের বাইরে একে অপরের বিপক্ষে টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে পারে।
এই বছরের সেপ্টেম্বরের প্রথমার্ধে ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ছয় জাতির এশিয়া কাপ বাছাইপর্ব থেকে আসা দলের সঙ্গে ভারত ও পাকিস্তানকে নিয়ে হবে একটি গ্রুপ। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
১৩ দিনব্যাপী এশিয়া কাপে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২২ এশিয়া কাপের বিন্যাস অনুসারে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে এবং শীর্ষ দুটি দল সেখান থেকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচ তিনবার দেখার সম্ভাবনা রয়েছে
এর আগে এশিয়া কাপের কিছু অংশ পাকিস্তানের বাইরে আয়োজন করার বিকল্প ভাবনা প্রাথমিকভাবে সম্মত হয়েছিল মার্চে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ত্রৈমাসিক বোর্ড