বার্সায় ফিরতে হলে মেসিকে মানতে তিন শর্ত

কাতালানদের জার্সিতে মেসি

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হবে এই বছরের জুনে। তাই আগে থেকেই আর্জেন্টিনার অধিনায়কের ভবিষ্যত নিয়ে চর্চা শুরু হয়ে গেছে বিশ্ব গণমাধ্যমে। ইতোমধ্যে বেশ কয়েকটি ক্লাবের নাম আলোচনায় উঠে আসছে। এই তালিকায় সবার ওপরের দিকে আছে স্প্যানিশ লা লিগার বর্তমান রানার্সআপ বার্সেলোনা।

যদিও শৈশবের ঠিকানায় ফেরা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু বলেননি মেসি। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সাবেক অধিনায়ককে ফেরাতে তেমন কোনো তাড়া নেই কাতালান এই ক্লাবটির। তবে বার্সায় ফিরতে চাইলে তিনটি শর্ত মানতে হবে কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে, এমনটাই দাবি দেপোর্তিভোর।

শর্ত তিনটি হলো:

১. আগ বাড়িয়ে জানাতে হবে: বার্সায় ফিরতে চাইলে মেসির পক্ষ থেকেই জানাতে হবে। সেটা হতে পারে নিজে কিংবা বাবা ও এজেন্ট জর্জ মেসির মাধ্যমে। যোগাযোগ করতে হবে কাতালান বোর্ডের সঙ্গে। কিংবা প্রধান কোচ জাভি হার্নান্দেজকে ফেরার প্রসঙ্গে বললেও চলবে। যদিও চুক্তির বিষয়টা ভেবে দেখবেন সভাপতি হুয়ান লাপোর্তা।

২ নিয়ন্ত্রণ: লম্বা সময় বার্সেলোনার নেতৃত্বে ছিলেন মেসি। তাই অনুমিতভাবেই প্রত্যাবর্তনে তার অধিনায়কত্বের বিষয়টি উঠে আসছে। যদিও বাস্তবতা হলো, বার্সায় যোগ দিলে অন্যের নেতৃত্বে খেলতে হবে সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে। বর্তমানে বার্সার অধিনায়ক স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস।

৩. বেতন: পিএসজিতে আকাশচুম্বী অর্থ পান মেসি। অবশ্য বার্সাতে ফিরলে সে আশা করতে পারবেন না তিনি। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বেতনসীমা সংক্রান্ত নীতির বাইরে বেশি অর্থ দিতে পারবে না বার্সা। বলা বাহুল্য, ফরাসি লিগ ওয়ানের শীর্ষ ক্লাবটিতে বর্তমানে সপ্তাহে ৮ কোটি ২৯ লাখ টাকা পারিশ্রমিক পান তারকা ফরওয়ার্ড।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.