সাউদিকে টপকে শীর্ষে সাকিব 

ছবি : সংগ্রহীত

আন্তর্জাতিক  টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার প্রতিযোগিতায় টিম সাউদি আর সাকিব আল হাসানের মধ্যে চলছে ইদুর-বিড়াল প্রতিযোগিতা। কখনো সাকিব এগিয়ে যাচ্ছেন, আর কখনোবা এগোচ্ছেন সাউদি। আজ সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

১৩১ উইকেট নিয়ে আজ খেলতে নেমেছিলেন সাকিব। আয়ারল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই পেলেন উইকেট। ওভারের প্রথম বলে সাকিবকে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে রনি তালুকদারের তালুবন্দী হয়েছেন লরকান টাকার। এরপর চতুর্থ ওভারে এসে জোড়া ধাক্কা দেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারের শিকার এবার রস অ্যাডায়ার এবং গ্যারেথ ডেলানি। আর ষষ্ঠ ওভারে আরও একটি জোড়া ধাক্কা নিয়ে পাঁচ উইকেট নেন সাকিব। টিম সাউদিকে পেছনে ফেলে  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিব নিয়েছেন ১৩৬ উইকেট আর সাউদি নিয়েছেন ১৩৪ উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে দুইবার এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব।  ১২ তম বোলার হিসেবে এই কীর্তি গড়েন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.