এশিয়া কাপে খেলা নিয়ে ‘বিপাকে’ ভারত

ছবি: সংগৃহীত

২০২৩ এশিয়া কাপে খেলা নিয়ে ‘বিপাকে’ পড়েছে ভারত। আসন্ন আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেলে সম্মতি জানিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।

ফলে তাতে সহমত জানাতে বাধ্য হতে পারে ভারত। কারণ, এখন তাদের কাছে খুব কম বিকল্প রয়েছে। দ্য নিউজ ইন্টারন্যাশনালে এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশে সফর করতে রাজি নয় ভারত। নেপথ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছে তারা।

পাকিস্তান ও ভারতের তিক্ত সম্পর্কের কারণে গত এক দশক ধরে দুই দলের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। এখন কেবল আইসিসি আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে দেখা যায়  তাদের।

ফলে ভারতের উদ্বেগের কথা মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য হাইব্রিড মডেল প্রস্তাব করেছে পিসিবি। সে অনুযায়ী, এ টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারবে টিম ইন্ডিয়া। বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে।

তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনও এ প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পিসিবি কর্তৃপক্ষ মনে করে, পুরো টুর্নামেন্টটি পাকিস্তানের বাইরে সরিয়ে নিতে চায় ভারত।

পরিপ্রেক্ষিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সব সদস্যকে নিজেদের প্রস্তাবে রাজি করার জন্য প্রবল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি। এখন ভারত তাতে রাজি হয় কি না, তাই দেখার অপেক্ষা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.