চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসির সঙ্গে পিসিবির চুক্তি

নানা দোলাচলের মাঝে অবশেষে বিষয়টি নিশ্চিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের মাঠে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চুক্তি হয়েছে বোর্ডটির।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। এদিন দুবাইতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি-র সঙ্গে একটি হোস্টিং অধিকার চুক্তি স্বাক্ষর করেছে পিসিবি। পিসিবি সভাপতি জাকা আশরাফ এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন নিয়ে পানি কম ঘোলা হয়নি। ‘নিরাপত্তা ঝুঁকি’র বুলি ছড়িয়ে পাকিস্তান সফরে ভারত অস্বীকৃতি জানানোর পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে শ্রীলঙ্কার সাথে যৌথ আয়োজনে শেষ হয় এশিয়া কাপ ক্রিকেট।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয় একই রকম টালবাহানা। এর মাঝেই ক্রিকেটের নিয়ন্তা সংস্থার সাথে চুক্তির ঘোষণা দিল পিসিবি।

পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আইসিসি সদর দফতরে একটি ইভেন্টে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে আইসিসি জেনারেল কাউন্সেল জোনাথন হল চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

আট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জন করে। স্বাগতিক পাকিস্তান ছাড়া অন্য দল গুলো হলো- অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.