পাকিস্তানের টি-টোয়েন্টি দলে এক ঝাঁক নতুন মুখ

নিউজিল‍্যান্ডের বিপক্ষে ৫ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে সুযোগ পেয়েছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার আব্বাস আফ্রিদি, উইকেটরক্ষক-ব‍্যাটার হাসিবউল্লাহ ও স্পিনার আবরার আহমেদ।

সাইম আইয়ুবের সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন শাহিবজাদা ফারহান। ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে থাকায় বিবেচনা করা হয়নি নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, ইহসানউল্লাহ ও শাদাব খানকে। সবশেষ সিরিজের দল থেকে নেই মোহাম্মদ হারিস, শান মাসুদ ও ফাহিম আশরাফ।

তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়ার প্রসঙ্গে পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের কারণেই তরুণদের জায়গা দেয়া হয়েছে। বিশেষ করে হাসিবুল্লাহর পিএসএলের পারফরম্যান্স তাদের আকৃষ্ট করেছে।

দল ঘোষণার সময় পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমরা এই সিরিজের জন্য হারিসকে বিশ্রামে রেখেছি। সে ভবিষ্যতের গেম প্ল্যানে আছে এবং তার সামর্থ্য সম্পর্কেও আমরা জানি। প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকজন ভালো পারফরমার আছে, তাদেরকে আমরা সুযোগ করে দিতে পুলে টেনে নিয়েছি। সে কারণেই হারিস বিশ্রামে। শাদাবও আমাদের জন্য গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেটার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে অ্যাঙ্কলের চোটে পড়েছে, এজন্য রিহ্যাভে তার দুই সপ্তাহ বেশি সময় লাগবে।’

আগামী ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে পাকিস্তান। এরপর ১৪ জানুয়ারি হ্যামিল্টন, ১৭ জানুয়ারি ডানেডিন, ১৯ জানুয়ারি ও ২১ জানুয়ারি শেষ ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে দু’দল। পাকিস্তান দল দেশ ছাড়ার আগে ২৫ ডিসেম্বর থেকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি ক্যাম্প করবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.