বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সূচি

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। তবে শেষ ওয়ানডেতে কিউইদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। এটি ছিল ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে জয়। এখন পালা টি-টোয়েন্টি সিরিজের। এবার এই দুইদল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজের জন্য। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সূচি।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সময়ের পার্থক্য রয়েছে বেশ। টাইগার ভক্তদের জন্য দুর্ভাবনার বিষয় ম্যাচের সময়। কারণ ওয়ানডে ম্যাচের অধিকাংশই পার হয়ে যায় ঘুম ভাঙার আগেই। ফলে সৌম্য সরকারের রেকর্ডময় ১৬৯ রানের ইনিংস কিংবা কিউইদের ৯৮ রানে ধসিয়ে দেওয়ার মতো মুহূর্ত সরাসরি দেখা থেকে দর্শকদের বঞ্চিত হতে হয়েছে। তবে সেই কষ্ট এবার কিছুটা হলেও কমছে। কারণ ম্যাচগুলো আর শীতের ঘুম ভেঙে দেখতে হবে না।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হতো ভোর ৪টায়। তবে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে কিউইদের স্থানীয় সময় অনুযায়ী দিবারাত্রীর। বাংলাদেশ সময় অনুযায়ী তাই সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য সকাল ৬টায়।

টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, নেপিয়ার, দুপুর ১২.১০ মিনিট

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই, দুপুর ১২.১০ মিনিট

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই, সকাল ৬টা

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড 

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড 

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.